মাগুরা বেলনগর শিকদার পরিবারের হাসমত শিকদার মারা গেছে।
তৌহিদ, মাগুরা
মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের ঐতিহ্যবাহী শিকদার পরিবারের হাসমত শিকদার মারা গেছেন। তিনি বেলনগর গ্রামের গফুর শিকদার ও ফুলজান বিবির চতুর্থ পুত্র। তিনি ১৯৪৫ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন এবং গতকাল রাত ১৩ টায় ঢাকায় বিজিবি হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসমত শিকদার মৃত্যুকালে ২ মেয়ে ৩ ছেলে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ বেলনগর শিকদার পাড়া জামে মসজিদে তার জানানা অনুষ্ঠিত হবে এবং আগামী শুক্রবার দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হবে। হাসমত সিকদারের পরিবার সকলের কাছে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।