
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অন্তর্গত নতিডাঙ্গা (বাজার) গ্রামের আব্দুল আলীম বাবলু @ বাবলু পল্লী চিকিৎসক এর ছেলে মারুফ হোসেন রাব্বি (২৪) ট্যাপেন্টাডল ট্যাবলেট , মাদকসহ হাতেনাতে আটক হয়েছে।
শনিবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আলমগীর কবীর, মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের ফোর্সসহ একটি দল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানাধীন নতিডাঙ্গা বাজারের মা ডেন্টাল কেয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা মূলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান পিপিএম
জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান পিপিএম তার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয়ভাবে বিপিএম (সেবা) পদকে ভূষিত হন।
তিনি মাদক, চুরি, হত্যা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে সফল অভিযান পরিচালনার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনীত হন এবং স্থানীয় জনগণের কাছে ব্যাপক সুনাম অর্জন করেন
।










