
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা রমেন্দ্রনাথ সরকার রামু (৫৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রমেন্দ্রনাথ সরকার রামু পৌরসভার কাচারিপাড়া গ্রামের মুকুল রঞ্জন সরকারের ছেলে। তিনি রামু পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পৌরসভার কাচারিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান রোববার (২০ জুলাই) দুপুরে জানান, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে










