চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ মুহা. মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) এস.এম. নিয়ামুল হক এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন—বেদবাড়ীয়া গ্রামের আব্দুল হান্নান মান্টার (৪৪), পিতা- শাহাদত আলী। তিনি ৭নং জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কোয়াতলা গ্রামের লিয়াকত আলী (৫০), পিতা- মৃত শওকত আলী। তিনি ২নং হারদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
থানা সূত্রে জানা গেছে, তারা উভয়েই একটি নাশকতা মামলার তদন্তে আসামী হিসেবে শনাক্ত হন। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, থানা এলাকায় অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।