
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে একটি প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা। আজ শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন “জুলাই চত্বর” থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ময়মনসিংহ জেলা প্রশাসন এবং ক্রীড়া অফিস, ময়মনসিংহ।
এই প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করেন প্রায় ২০০ জন প্রতিযোগী, যাদের মধ্যে ছিলেন জুলাই আহত, নারী ও জুলাই যোদ্ধারা। নানা বয়সী ও পেশার অংশগ্রহণে প্রতিযোগিতাটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মফিদুল আলম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের গৌরবের ইতিহাস। এই দিনের স্মরণে এমন আয়োজন আগামী প্রজন্মকে ইতিহাস সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, শিক্ষার্থী ও সাধারণ জনগণ। অনুষ্ঠানটি শেষ হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে










