
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-০৪ (সদর) আসনে নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। ঝড়, বৃষ্টি কিংবা প্রখর রোদ—কোনো প্রতিকূলতাই থামাতে পারছে না এই নেতার প্রচারণা। প্রতিদিনই তিনি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ডে ছুটে চলেছেন সাধারণ মানুষের কাছে।
দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমে তিনি ইতোমধ্যেই ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। বিশেষ করে তরুণ প্রজন্ম ও ধর্মপ্রাণ মানুষদের মাঝে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলে স্থানীয়দের অভিমত।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর শাখার আমীর মাওলানা কামরুল আহসান এমরুল দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নির্বাচনী এলাকায় তিনি একজন নীতিবান, দৃঢ়চেতা ও সেবামুখী নেতা হিসেবেই পরিচিত।
প্রচারণায় অংশ নেওয়া এক সমর্থক জানান, “এমরুল সাহেব শুধু নির্বাচন এলেই মাঠে নামেন না, বরং তিনি সব সময় আমাদের সুখ-দুঃখে পাশে থাকেন। তাই মানুষও তাকে ভালোবাসছে।”
স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, ময়মনসিংহ-০৪ আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। সেখানে জামায়াত প্রার্থীর তৃণমূল পর্যায়ে জোরালো উপস্থিতি অন্য প্রার্থীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে










