
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বজ্রপাতে আরব আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই ২০২৫ ) বিকেল ৪টার দিকে উপজেলার জামিরাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরব আলী ভালুকা উপজেলার কংশরকুল গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে আরব আলী বাড়ির পাশে একটি কাটা গাছের লাকড়ি কুড়াতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জু বলেন, আমরা এখনো বজ্রপাতে নিহত হওয়ার কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের প্রকোপ বেড়ে গেছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা
ভিউ: ১৯০










