
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
নিরাপত্তা জোরদারে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরা স্থাপন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন আকুয়া চৌরিঙ্গী মোড় ও ফুলবাড়িয়া বাইলেন এলাকায় জননিরাপত্তা ও অপরাধ দমন কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকালে এ ক্যামেরাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওসি শিবিরুল ইসলাম বলেন, এই সিসিটিভি ক্যামেরাগুলো স্থাপনের মূল উদ্দেশ্য হলো অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনা। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্যামেরা স্থাপন করা হলে অপরাধ প্রবণতা কমে আসবে এবং জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
তিনি আরও জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে, যাতে নাগরিকরা আরও নিরাপদ পরিবেশে চলাফেরা করতে পারেন।
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাচ্ছিল। সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে এখন নিরাপত্তা নিশ্চিত হবে এবং অপরাধীরা সজাগ থাকবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশন কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন










