
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) রাত ৮:৩০টার দিকে গফরগাঁওয়ের বুধিয়া মার্কেটের পেছনে চামড়া গুদামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অভিযানে লাইসেন্সধারী দেশি মদের দোকানদার জাহানারা আহমেদের দোকানে অনুমোদনবিহীন বিদেশি মদ ও গাঁজা বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় দোকান থেকে দেশি মদ পরিবহনকারী মাসুদ রানা সেলিম (স্থানীয়ভাবে পরিচিত ‘ফতুয়া গায়ে’) কে হাতেনাতে আটক করা হয়।
অন্যদিকে, অনুমোদন ছাড়াই মদ সেবনের সময় মোঃ ফাহাদ নামে একজনকে আটক করা হয়। মোবাইল কোর্ট তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
আটককৃত মাসুদ রানা সেলিমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গফরগাঁও থানায় একটি মামলা রুজু করে তাকে থানায় প্রেরণ করা হয়েছে।
প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। তারা বলেন, এ ধরনের নিয়মিত তৎপরতা চালু থাকলে এলাকায় মাদকের অপব্যবহার অনেকাংশে কমে আসবে










