মোঃ রুবেল মিয়া: কেন্দ্রীয় বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব বলেছেন,বিএনপিতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীদের জায়গা নেই। এদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাদের বিরুদ্ধে ইতোমধ্যে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে তদন্ত চলছে। কেউ প্রমাণিত হলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা যারা গত ১৭বছর মাঠে-ঘাটে আন্দোলন করেছি, তারা সবাই ঐক্যবদ্ধ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় বানাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র ও মিথ্যাচারে বিরুদ্ধে প্রতি
বাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঈদ সোহরাব বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫ আগস্ট বিজয়ের দিকে এগিয়ে গেছি। সেই বিজয় ধরে রাখতে হলে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং দেশের মানুষের পক্ষে কাজ করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা মির্জাপুরবাসীর পাশে থাকবেন। যাতে কোনো বিএনপির নেতা-কর্মীর দ্বারা কেউ হয়রানির শিকার না হন। যদি কেউ এমন কিছু করে, তাহলে আমাদের জানাবেন—আমরা ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, আমরা চাই মির্জাপুরে সবাইকে সঙ্গে নিয়ে একসাথে এই আধুনিক মির্জাপুর গড়ে তুলতে। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাই।
বানাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মির্জাপুর পৌর বিএনপি হযরত আলী মিয়া, মির্জাপুর বিআরডিবির সাবেক চেয়ারম্যান হাজী সোহরাব,লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন রনি, মির্জাপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স,মির্জাপুর কল্যাণ সমিতি সাবেক সভাপতি বাবুল হোসেন, মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোবারক হোসেন,
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক এসএম রাসেল, উপজেলা কৃষক দলের আহব্বায়ক জাহাঙ্গীর মৃধা,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লায়ন হাসান লিটন,মাসুদ শিকদার, আরিফুলজ্জামান শাহীন ,পৌর যুবদলের সাবেক সভাপতি মোঃ সেলিম মিয়া,যুবদল নেতা রায়হান,সুজন,শ্রমিক দলনেতার রোকন, উপজেলা জাসাস এর আহ্বায়ক হাশেম রেজা,সদস্য সচিব নেওয়াজ মাস্টার, পৌর কৃষক দলের আহবায়ক আব্দুল মান্নান সদস্য সচিব সোলাইমান প্রমুখ