
তৌহিদ, মাগুরা,: সারা দেশে জুলাই পূর্নজাগরণ – ২০২৫ অনুষ্ঠানমালা পালন উপলক্ষে মাগুরাতে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ জুলাই সকাল ৭ টায় মাগুরা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম জেলা প্রশাসনের সামনে থেকে এই কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, মাগুরা পৌর প্রশাসক মোঃ আব্দুল কাদের, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা আমীর অধ্যাপক এম বি বাকের, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ইলিয়াস আহমেদ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী,জেলার ক্রীড়ামোদী জনতা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রতীকী ম্যারাথন জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের ভায়না মোড়,ঢাকা রোড,চৌরঙ্গী মোড় হয়ে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।সবশেষে ম্যারাথনে অংশগ্রহণকারী এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত স্বজনদের মাঝে পুরস্কার ও গাছ বিতরন করা হয়।










