চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর চাতালমোড়ে একটি ভাংরি দোকানে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরেরা দোকানের টিন খুলে ভিতরে প্রবেশ করে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার তামা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী মোঃ আয়াতল হোসেন(৪৫), পিতা- মোঃ খেদের আলী, সাং- ডামোস, থানাঃ আলমডাঙ্গা, জেলা: চুয়াডাঙ্গা—আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগে জানান, গত ১৬ জুলাই রাত ৮টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। পরদিন ১৭ জুলাই সকালে আনুমানিক ৮টায় দোকানে গিয়ে দেখতে পান, দোকানের উপরের টিন খুলে কেউ বা কারা ভিতরে প্রবেশ করে প্রায় ১৫০ কেজি তামা চুরি করেছে। চুরি হওয়া তামার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা বলে তিনি দাবি করেন।
এছাড়া দোকানের বিভিন্ন কাগজপত্র ও জিনিসপত্র এলোমেলো করে রেখে গেছে চোরের দল। ভুক্তভোগী আশপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেও কোনো ক্লু পাননি বলে জানান।
এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন মোঃ আয়াতল হোসেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস
দিয়েছে।