জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উদ্‌যাপনে ময়মনসিংহে প্রতীকী কফিন মিছিল
Spread the love

আবুল কালাম আজাদ:“জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রতীকী কফিন মিছিল। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই মিছিল শেষ হয়। কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সংগঠন, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতীকী কফিন মিছিলের মাধ্যমে একদিকে যেমন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে, তেমনি স্বৈরাচার, নিপীড়ন ও অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানানো হয়েছে। বক্তারা বলেন, “জুলাই মাস শুধু একটি মাস নয়, এটি বাংলাদেশের গণজাগরণের প্রতীক। এই মাসেই অন্যায়ের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা।মিছিলে অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করেন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। বক্তারা নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে জানার পাশাপাশি গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।পুরো কর্মসূচিকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আয়োজকরা জানান, “জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে আগামী দিনগুলোতেও আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হবে।এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে সমাজ পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31