আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দায় এইচএসসি পরীক্ষা শেষে অফিস কক্ষে বসে ওএমআর শিট পূরণ করার অভিযোগে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) দুপুরে তাদের আটক করা হয়।
ঘটনাটি ঘটেছে ১৩ জুলাই তারাকান্দা উপজেলার ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে। সিসি ক্যামেরার ফুটেজে পরীক্ষার পর ওএমআর শিট পূরণ করতে দেখা যায় দুই শিক্ষককে। পরে ঘটনার সত্যতা স্বীকার করেন অভিযুক্তরা।
আটককৃতরা হলেন—কলেজটির পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ জয়নাল আবেদীন খোকা ও গণিত বিভাগের প্রভাষক মোঃ হাবিবুর রহমান।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার পর অফিস কক্ষে বসে ওএমআর শিট পূরণ করেন দুই শিক্ষক। বিষয়টি সিসিটিভি ফুটেজে ধরা পড়ার পর তারা অপরাধ স্বীকার করেন।
তিনি আরও জানান, "অভিযুক্তদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। বরখাস্তের প্রস্তাবও পাঠানো হয়েছে।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ টিপু সুলতান বলেন, "আটককৃত দুই শিক্ষক বর্তমানে থানায় হেফাজতে রয়েছেন। অভিযোগ দায়ের হলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া এবং উদ্বেগ দেখা দিয়েছে