তৌহিদ, মাগুরা : মাগুরা জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের নিজস্ব তহবিলের অর্থায়নে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ১৭ জুলাই মাগুরা জেলা পরিষদের আয়োজনে সকাল ১০.৩০ ঘটিকায় মাগুরা জেলা অডিটোরিয়ামে এই চেক প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান।এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা, বৃত্তি প্রাপ্তর শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, আজ যারা বৃত্তি পাচ্ছে সেই সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের আমি অভিনন্দন জানাচ্ছি। আসা করছি তারা আগামীতে উচ্চ শিক্ষা নিয়ে দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একমূখী হওয়ার কারনে অনেকে মাস্টার্স পাশ করেও এলএমএস এর চাকরিতে দরখাস্ত করে অথচ এই পদে দরখাস্ত করার কথা ৮ম ও এসএসসি পাশ শিক্ষার্থীদের। ফলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। সবশেষে জেলা পরিষদের পক্ষ থেকে জেলার মোট ১৫৬ জন বৃত্তিপ্রাপ্ত দুস্হ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক ও ১ টি করে গাছের চারা বিতরণ করা হয়।