
মোঃ ইলিয়াছ খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে একজন নিরীহ মানুষকেও যেন হয়রানির শিকার হতে না হয়, তবে যারা হামলার সঙ্গে জড়িত—তাদের কেউ যেন ছাড় না পায়। তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে চলেছি, চলবো। কিন্তু হামলাকারীদের আইনের আওতায় আনতেই হবে।”বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ৩টার দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে অনুষ্ঠিত পথযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।নাহিদ ইসলাম বলেন, “আমরা আবারও গোপালগঞ্জ যাবো। গোপালগঞ্জকে আমরা আওয়ামী সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে দেখতে চাই। যত বাধা আসুক, যত হামলাই হোক—আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমাদের পথযাত্রা চলবেই।”এনসিপির ফরিদপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে পথযাত্রা কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন—দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলীয় সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন, সিনিয়র সহ-সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।বক্তারা দেশব্যাপী অব্যাহত রাজনৈতিক সহিংসতা ও দমন-পীড়নের প্রতিবাদ জানান এবং একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে জাতীয় রাজনীতি চর্চার সুযোগ সৃষ্টির আহ্বান জানান।










