আবুল কালাম আজাদ : ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে একটি চোরাই লেগুনাসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে গৌরীপুর উপজেলার রায়েরগঞ্জ বাজার এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করেন জেলা ডিবির অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মো. রফিকুল ইসলাম ও ডিবি সদস্যরা।১। মো. শাকিল মিয়া (২৫), পিতা: মো. আবু বক্কর, গ্রাম: বড়কান্দী নাগিবপাড়া, জাজিরা, শরীয়তপুর; বর্তমান ঠিকানা: আমবাগিচা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।
২। মো. সালাউদ্দিন (৪২), পিতা: মো. শাহজাহান বেপারী, গ্রাম: বড় দুলালী, গৌরনদী, বরিশাল; বর্তমান ঠিকানা: বন্ডাবপাড়া, কেরানীগঞ্জ, ঢাকা।
৩। মো. রাসেল মিয়া (৩০), পিতা: মো. ইনছান আলী, গ্রাম: খামার সিংজানী, গৌরীপুর, ময়মনসিংহ; বর্তমান ঠিকানা: বন্ডাবপাড়া, কেরানীগঞ্জ, ঢাকা।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই গাড়ি সংগ্রহ করে বিক্রি করে আসছিল। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।অভিযানে উদ্ধারকৃত চোরাই লেগুনাটি আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
