গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের ওপর ছাত্রলীগের কথিত হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের কালিনাথ রায়ের বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, “গোপালগঞ্জের এই হামলা দেশের গণতন্ত্র, নিরাপত্তা ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার ওপর এক সরাসরি আঘাত।”সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা জেলা জামায়াতের নায়েবে আমির ও ভোলা-১ আসনে দলীয় প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। সঞ্চালনা করেন পৌরসভার সেক্রেটারি মাওলানা আতাউর রহমান কামাল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, পৌর আমির জামাল উদ্দিন, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন এবং এনসিপির প্রতিনিধি আল-আমিন মামুন।বক্তারা বলেন, “সারা দেশে যখন রাজনৈতিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের দাবি জোরালো হচ্ছে, তখনই গোপালগঞ্জে ‘জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে’ আয়োজিত এক শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া এনসিপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নির্মম ও পূর্বপরিকল্পিত হামলা দেশে ফ্যাসিবাদী দমননীতিরই প্রতিফলন।”তারা আরও অভিযোগ করেন, “ছাত্রলীগ শুধু রাজনৈতিক প্রতিপক্ষের ওপরই নয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়েছে, যা দেশের নিরাপত্তা কাঠামোকে প্রশ্নবিদ্ধ করেছে।”সমাবেশ থেকে আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সর্বস্তরের জনগণকে যোগদানের জন্য আহ্বান জানানো হয়।