
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে হামলার ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে ট্রলমূলক পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমানকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। জানা গেছে, বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোশফেকুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন, যেখানে তিনি লেখেন— “ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।” এই মন্তব্যটি এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রেক্ষাপটে উপহাস হিসেবে গণ্য করা হয়। ফেসবুকে পোস্টটি ছড়িয়ে পড়ার পরপরই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। রাতেই দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মোশফেকুর রহমানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। তারা দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রধান ফটকে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। পরে পুলিশ সদর দফতর থেকে বিষয়টি আমলে নিয়ে মোশফেকুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেছে একটি দায়িত্বশীল সূত্র।এনসিপি ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার এমন দায়িত্বহীন মন্তব্য প্রমাণ করে, রাষ্ট্রীয় পদে থেকেও কিছু ব্যক্তি রাজনৈতিক নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। এ ঘটনায় সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় বইছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজ এর সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।










