
২৪-এর স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ, ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে কোরআন খতম ও মিলাদ মাহফিল। শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ, ঢাকা কলেজ-এর উদ্যোগে আয়োজিত এ মিলাদ মাহফিলে শহীদ ওয়াসিম সহ সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করা হয়।অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং উপদেষ্টা হিসেবে ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম খন্দকার পারভেজ।এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ, ঢাকা কলেজ-এর সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম, সিনিয়র সহ-সভাপতি রুবাইয়ের হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম প্রধান, যুগ্ম-সম্পাদক জামাল হোসেন বাহার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজি মাসুদ করিম, বর্তমান কমিটির সদস্য-সচিব মোঃ মিল্লাদ হোসেন, প্রথম যুগ্ম-আহ্বায়ক শাহাবুদ্দিন ইমন, মামুনুর রহমান মামুন, যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মাজেদুল ইসলাম মাজেদ, তানভীর মাদবর, মোঃ হাসনাইন ও সাজ্জাদ হোসেন জেমিন প্রমুখ।পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের উপদেষ্টা মোঃ জিয়াউর রহমান খন্দকার। মিলাদ মাহফিল শেষে শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ করা হয়।










