আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল তিনটার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।তিনি তার বক্তব্যে বলেন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, তারা জাতির গর্ব। শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা চাই এই আত্মত্যাগ যেন বৃথা না যায়। সমাজে ন্যায্যতা, সমতা এবং মর্যাদার সংস্কৃতি প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। উপজেলা ইন্সট্রাক্টর জামাল হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, (ওসি তদন্ত) আজগার আলী,মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, সরকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আওয়াল, আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, সরকারি কলেজের সহকারি অধ্যাপক ডঃ মাহবুব আলম, বীর মুক্তিযোদ্ধা নবাব আলী, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, আলমডাঙ্গা প্রেসক্লাবের আহবায়ক খন্দকার শাহ আলম মন্টু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, জুলাই যোদ্ধা শহীদ সৈয়দ মাসুদ রানা সহধর্মিনী সৈয়দা জান্নাতুল ফেরদৌস, জুলাই বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরাফাত রহমান, মাহফুজ হোসেন, সহিফুজ্জামান, কামরুল হাসান কাজল, সলিহিন হোসেন সোহান, আমির হামজা প্রমুখ। আলোচনা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাসুদ কামাল।