আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ ও শহীদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ডকুমেন্ট প্রদর্শন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা বারোটার দিকে সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মফিজুর রহমান। সরকারি কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল মোনয়েম,সহকারি অধ্যাপক মহিতুর রহমান, প্রভাষক জামাল উদ্দিন, প্রভাষক আব্দুল মালেক, প্রভাষক হাসিবুল হক, প্রভাষক শামীমা নাসরিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য রাখেন কামরুল হাসান কাজল, রাকিব মাহমুদ, ছাত্র শিবিরের পক্ষে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম আখতারুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে
কলেজ চত্বরে জুলাই উদযাপন উপলক্ষে ডকুমেন্টারি ও দেওয়াল চিত্র প্রদর্শন করা হয়।