টেকনাফের হ্নীলা পশ্চিম লেদা এলাকার ডাকাত শফি গ্রুপের সদস্য রুবেল বিপুল অস্ত্রসহ আটক
Spread the love

জামাল উদ্দীন,
কক্সবাজার সীমান্ত উপজেলা:
টেকনাফ থানাধীন হ্নীলা পশ্চিম লেদা এলাকায় ডাকাত খালেকের বাড়িতে অবস্থান করছে মর্মে জানা যায়। এরই প্রেক্ষিতে গতকাল বিকেলে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।
দীর্ঘ ৩ ঘন্টা ব্যাপী অভিযানের শুরুতেই কুখ্যাত ডাকাত শফি ও তার দলবল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ফায়ার করতে করতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। র‌্যাবের টিম তাদেরকে ধাওয়া করে শফি ডাকাতের অন্যতম সহযোগী ডাকাত রুবেল (২৭)’কে লোডেড অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ডাকাত রুবেল এর দেখানো মতে তার সহযোগীদের ফেলে যাওয়া ১টি শটগান, ৩টি লোকাল গান, ১২টি তাজা এ্যামুনেশন, ৪২টি শটগান ও এলজির খালি কার্তুজ ও ২টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।
ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত শফির সাথে উপস্থিত থাকা সন্ত্রাসীদের পরিচয়ঃ
১. মোঃ আলম (৩০), পিতা: জাফর আলম, ওরফে জাফর ড্রাইভার, গ্রাম- মৌসুনি, ৯নং ওয়ার্ড, হ্নীলা, টেকনাফ
২. মোঃ খালেক (৩৪), পিতা: আবুল হোসেন ৩মোঃ সৈয়দ নূর (২৪), পিতা: মোঃ নূর ৪. মোঃ রাসেল ওরফে আব্বুইয়া (২৩), পিতা: মোঃ কাশেম
৫. কামাল হোসেন (৩৪), পিতা: মকতুল হোসেন ৬. আনোয়ার সাদেক(২৭), পিতা: নুর ইসলাম
৭. আব্দুর রহমান (৩৬), পিতা: আবুল হোসেন ৮. রবিউল হাসান ওরফে রবিয়া(২৪), পিতা: মোঃ রিদওয়ান ওরফে টুলু ৯. আব্দুল আউয়াল ওরফে বুড়া পতিয়া (২৫), পিতা: আবুল হোসেন১০. মোহাম্মদ আসিফ (১৮), পিতা: নবী হোসেন ১১. ইমাম হোসেন (২৪), পিতা: মকবুল হোসেন, সর্ব সাং-পশ্চিম লেদা, হৃীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
৩। স্থানীয় ও গোয়েন্দা তথ্য অনুযায়ী, বর্ণিত ডাকাতরা একত্রিত হয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছিল। তাছাড়া ডাকাত আব্দুল খালেক সফি ডাকাতের সহযোগীতায় বর্তমানে ১টি নতুন ডাকাত দল গঠন করতঃ টেকনাফের গহীন পাহাড় ও সমতল এলাকায় ডাকাতি, মুক্তিপণ আদায়, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ডাকাত শফির বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণ মামলা ০৫টি, অস্ত্র মামলা ০৪টি, ডাকাতির প্রস্তুতি মামলা ০২টি, মারামারি মামলা ০৩টি, হত্যা মামলা ০২টি ও সরকারি কর্তব্যে বাধাদানে ০১টি মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে ৪। গ্রেফতারকৃত আসামীর বিস্তারিত পরিচয়ঃ রুবেল (২৭), পিতা-আব্দুল গফুর, গ্রাম-পশ্চিম লেদা ৮নং ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন, থানা-টেকনাফ, কক্সবাজার প্রিয় সাংবাদিকবৃন্দ, কুখ্যাত ডাকাত শফি ও তার সহযোগীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাছাড়া কক্সবাজার জেলায় ছিনতাইকারী, চাঁদাবাজ, মাদক কারবারী, অস্ত্র সন্ত্রাসী, অপহরণকারী কিংবা ডাকাতদল সে যেই হোক অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের সাড়াশি অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে আপনাদের সহযোগীতা কামনা করছি।##

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31