
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এনসিপির পথযাত্রা উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন পিয়ালের সঞ্চালনায় এতে লিখিত বক্তব্য পেশ করেন এন সি পি ফরিদপুরের প্রধান সভারকারি নীতিমালা দোলা।
এ সময় উপস্থিত ছিলেন এক নং সমন্বয়ক এস এম জাহিদ
যুগ্ম সমন্বয়ক ডাক্তার বাইজিদ হাসান শাহেদ, যুগ্ন সমন্বয়ক কামাল হোসাইন, শ্রমিক উইং এর প্রধান সমন্বয়ক এস এম জুনায়েদ জিতু, এন সি পি জেলা কমিটির সদস্য হোসান ইসলাম সুজাত, আবিদুর রহমান শফিক, হাবিবুর রহমান এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে প্রধান সমন্বয়কারী ছয়দা নীলিমা দোলা আগামীকালের অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ৯-৩০ ঘটিকায় সার্কিট হাউস থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পথযাত্রা, সকাল ১০ টায় জাতীয় সংগীত ও শহীদ স্মরণ, ১২ টায় পার্টি অফিস উদ্বোধন ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ,
উক্ত কর্মসূচি সফল করতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে










