
আবুনাঈম রিপন:স্টাফ রিপোর্টার:
নরসিংদী শিবপুরে ১৬ জুলাই -২০২৫ ইং বুধবার শিবপুর মডেল সরকারি প্রা:বি: এবং Upazilla Primary Education Training Centre পরিদর্শনে আসেন নরসিংদী রায়পুরা পিটিআই এর সম্মানিত সুপারিন্টেন্ডেন্ট, ফরিদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সহ: সুপার, মুনিরুজ্জামান,উপজেলা শিক্ষা অফিসার,শামীম আহমেদ, ইন্সট্রাক্টর, ইমরান হাসান ভূইয়া প্রমুখ।
শিবপুর মডেল সপ্রাবির ১১ কক্ষ বিশিষ্ট ভবনের নির্মান কাজে সন্তুষ্টি প্রকাশ করেন, সুপারিন্টেন্ডেন্ট ফরিদ আহমেদ।
উল্লেখ্য ১১ কক্ষ বিশিষ্ট ভবন বরাদ্দ পাবার বিষয়ে স্থানীয় ভাবে যাদের অবদান আজীবন স্মৃতি হয়ে থাকবে, খোন্দকার গোলাম শওকত,উপজেলা প্রকৌশলী, শিবপুর, নরসিংদী এবং নূর মো: রুহুল ছগীর,সাবেক উপজেলা শিক্ষা অফিসার, শিবপুর, নরসিংদী
ভিউ: ১৫৭










