তৌহিদ, মাগুরা: মাগুরাতে ‘জুলাই শহীদ দিবস’ -২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার ১৬ জুলাই সকালে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এ সময় মাগুরা সদর উপজেলায় নিহত চার শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন।
উল্লেখ্য রাষ্ট্রীয়ভাবে এই দিনটি শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছর এই দিনে রংপুরে কোটাবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তাঁর স্মরণে এই তারিখটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তানিয়া আফরোজের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হবে। সভা শেষে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়