এম. টুকু মাহমুদ,হরিণাকুণ্ডু শহরে প্রতিনিধিঃ প্রাচীন যুগ থেকে বর্তমানের যুগ পর্যন্ত আদর্শ মানুষ তৈরির কারিগর মাদ্রাসা শিক্ষার ভূমিকা অপরিসীম। মাদক,দুর্নীতি, সন্ত্রাস, ও জঙ্গিবাদ মুক্ত সুনাগরিক গড়তে ইসলামী শিক্ষালয় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ঐতিহ্যবাহী দখলপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসায় আকস্মিক পরিদর্শন সম্পন্ন হয়। বুধবার ১৬ জুলাই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক বেতন ও ক্যাশ শাখার কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মাদ্রাসাটি পরিদর্শন করেন।
জানা গেছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দখলপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসাটি ১৯৭৮ সালে স্থাপিত হয়ে বর্তমানে ৫১৯ জন ছাত্র ছাত্রী নিয়ে মাথা উচু করে দাঁড়িয়ে আছে। মাদ্রাসাটি উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের দখলপুর গ্রামে অবস্থিত।
উপজেলার একমাত্র ধর্মীয় আধুনিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটিতে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক, সাইফুল ইসলাম। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াত ইসলামী, ঝিনাইদহ জেলা শাখার সহকারী সেক্রেটারী দখলপুর গ্রামের কৃতি সন্তান তাজুল ইসলাম। তাছাড়া আরো উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আশাদুজ্জামান, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ কাদেরী,ভাইস প্রিন্সিপাল আনোয়ার হোসেন,সিনিয়র শিক্ষক আলি আকবর সহ সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ। উল্লেখ মাদ্রাসার কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক