মো আবীর হাসান
সাভার স্টাফ রিপোর্টার:
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে “জুলাই-আগস্ট ২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের” স্মরণে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ২০২৫ সালের এই কর্মসূচিতে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সহযোগিতায় আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
একইসঙ্গে স্থানীয় সাধারণ জনগণের মাঝে বিভিন্ন প্রকার ফলজ ও ঔষধি চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ উদ্যোগে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ও ১নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আব্দুল্লাহ আল-মামুন (বাবুল) ভাই।
তিনি তাঁর বক্তব্যে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “বৈষম্য বিরোধী আন্দোলনের আদর্শ বুকে ধারণ করে আমরা জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জনগণের পাশে থাকতে চাই।”
এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সচেতনতাও ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয় আয়োজকদের পক্ষ থেকে।