হোয়াইক্যং বাজার থেকে ইউনিফর্মসহ রোহিঙ্গা নবী হোসেন ডাকাত দলের দুই সদস্য আটক
Spread the love

জামাল উদ্দীন,
কক্সবাজার টেকনাফ সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার সামরিক পোশাক ও বিপুল মালামাল১৫ জুলাই ২০২৫
আজ ১৫ জুলাই ২০২৫, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকা থেকে কুখ্যাত ডাকাত নবী হোসেন দলের দুই সদস্যকে সামরিক পোশাকসহ আটক করেছে সেনাবাহিনী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও পুলিশের যৌথ বাহিনী।
আটককৃতরা হলো: ইমন (২৫), পিতা: মো. আলী, ক্যাম্প ৮ ইস্ট,মো. ইলিয়াস (১৫), পিতা: আবুল হোসেন, ক্যাম্প ১৭
উদ্ধারকৃত সামগ্রী: সামরিক ইউনিফর্মের শার্ট: ৬টি
সামরিক প্যান্ট: ২০টি,চাল: ২০০ কেজি,ডাল: ১০০ কেজি,১২ ভোল্ট ব্যাটারি: ১টি,সোলার প্যানেল (১৫০ ওয়াট): ২টি
জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, এসব সামগ্রী নবী হোসেনের টেকনাফ সীমান্তবর্তী দ্বীপের আস্তানায় নিয়ে যাওয়া হচ্ছিল।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নবী হোসেনের ওই আস্তানায় প্রায় ৩০-৩৫ জন সশস্ত্র সদস্য রয়েছে, যারা নিয়মিত মিয়ানমার থেকে মাদক এনে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাচার করে। এছাড়াও নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের নিকট থেকে চাঁদা আদায়, এবং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধে জড়িত।
সাম্প্রতিক সময়ে নবী হোসেন ক্যাম্প ৮ ইস্ট এলাকায় আইন ভেঙে স্থায়ী বসতি গড়লেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি, যা জনমনে হতাশার সৃষ্টি করছে।
এর আগে গত ১৩ জুলাই ২০২৫ তারিখে সেনাবাহিনী ও এপিবিএনের অভিযানে নবী হোসেন দলের আরও চার সদস্যকে ১৪ লক্ষ টাকা ও একটি UZI SMG সহ গ্রেপ্তার করা হয়।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর এমন অভিযান আরও জোরদার করার আহ্বান জানাচ্ছে স্থানীয় জনগণ।
আটকদের থানায় হস্তান্তর ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31