আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নিখোঁজের চার দিন পর পুকুর থেকে সাদাব হোসেন (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সাদাব নান্দাইল উপজেলার বারঘরিয়া গ্রামের সৌদিপ্রবাসী আল আমিনের ছেলে। সে মা সুমি আক্তারের সঙ্গে গফরগাঁওয়ের দিঘিরপাড় গ্রামে নানাবাড়িতে বসবাস করত।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১২ জুলাই) দুপুরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে প্রথমে ২০ হাজার এবং পরে আরও ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। শিশুটির মা প্রথমে ২০ হাজার এবং পরে দুই দফায় আরও আট হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠান। প্রতিশ্রুতি অনুযায়ী শিশুটিকে ফেরত দেওয়ার কথা থাকলেও পরে মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
সাদাবের মামা খলিল মিয়া জানান, মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ি থেকে দেড়শ গজ দূরে ঘাস কাটতে গিয়ে এক প্রতিবেশী দুর্গন্ধ পায়। পরে খোঁজ করতে গিয়ে পুকুরে ভেসে থাকা সাদাবের মরদেহ দেখতে পায়। তিনি বলেন, সে পানিতে পড়ে মারা গেছে, নাকি তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে, তা এখনো স্পষ্ট নই।
এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত মুক্তিপণ চক্রের অবস্থান গাইবান্ধা জেলায় শনাক্ত হয়েছে। চক্রটি আমাদের নজরদারিতে রয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।