ভোলায় এনসিপির পদযাত্রা: “নতুন বাংলাদেশ গড়তে আন্দোলন চলছে”—নাহিদ ইসলাম ।
Spread the love

মোঃ আব্দুর রহমান ( হেলাল) ভোলা জেলা প্রতিনিধি: ভোলায় অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো স্বৈরাচার। ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য।”

১৫ জুলাই (মঙ্গলবার) দুপুরে ভোলা প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, “১৪ জুলাই আমাদের আন্দোলন ছিল একটি রূপান্তরের ডাক। সেই আন্দোলন দমন করতে সরকার স্টিম রোলার চালালেও, জনগণের ইচ্ছাশক্তি দমন করতে পারেনি। ১৫ জুলাই থেকে শুরু হয়েছে গণআন্দোলনের নতুন অধ্যায়, যা দেশের ছাত্র-জনতার নেতৃত্বে এক অভ্যুত্থানে রূপ নিয়েছে।”

তিনি আরও বলেন, “৫০ বছরের বৈষম্য ও শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ আজ একত্রিত। এনসিপি বিশ্বাস করে—এই দেশ শ্রমিক, দিনমজুর, নারী এবং তরুণদের জন্য। আমরা সেই রাষ্ট্র গড়তেই সংগ্রাম চালিয়ে যাচ্ছি।”

ভোলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ভোলায় গ্যাসের বিপুল মজুত রয়েছে। অথচ এখানকার মানুষ এখনো স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত। আমরা চাই—ভোলায় বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ গড়ে উঠুক। উন্নয়নের মূলস্রোতে আসুক এই জনপদ।”

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম। বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, শহীদ ছাত্র হাসানের পিতা মনির হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মশিউর রহমান, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আক্তার মিতু এবং যুগ্ম সমন্বয়ক আরিফুর রহমান তুহিন।

এছাড়া বক্তব্য দেন যুবশক্তির অ্যাডভোকেট রাসেল, ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক সালমা আক্তার, ফারজানা আহমেদ, এনসিপি নেতা আব্দুল্লাহ আল মামুন, বরিশাল অঞ্চলের যুগ্ম সমন্বয়ক ফয়সাল মাহমুদ শান্ত, ভোলা জেলার প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফ, যুগ্ম সমন্বয়কারী ইয়াসির আরাফাত এবং মাকসুদুর রহমানসহ অন্যান্য নেতারা।

এনসিপির এই পদযাত্রা কর্মসূচি থেকে স্পষ্ট—দলটি জনগণের মৌলিক অধিকারের প্রশ্নে আপসহীন। “নতুন বাংলাদেশ”-এর যে স্বপ্ন দলটি দেখাচ্ছে, তা বাস্তবায়নে তারা আগামীতেও রাজপথে থাকবে বলে জানান বক্তারা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31