
বাংলাদেশে আর কোনো স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।সোমবার দুপুরে সাভারে জুলাই-আগস্ট গণ-আন্দোলনে নিহত শহীদ নাফিসা, শহীদ মারুফ, শহীদ শ্রাবণ গাজী এবং শহীদ মুন্নার নামে নির্মিত স্মরণ চত্বর উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, “জুলাই-আগস্টের শহীদদের রক্ত বৃথা যাবে না। বিএনপি সব সময় নিহতদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপি ক্ষমতায় এলে সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।”অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যরা এবং বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিউ: ১৬৫










