তৌহিদ, মাগুরা: দেশের অন্যান্য স্হানের ন্যায় মাগুরাতেও জুলাই -২০২৪ শহীদের স্মরনে পানি উন্নয়ন বোর্ডের রিভার পার্কে স্মৃতিস্তম্ভ তৈরীর কাজ শুরু হয়েছে। সোমবার ১৪ জুলাই বেলা ১২ টায় ঢাকা রোড ব্রীজ সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত রিভার পার্কে এই স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়। স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্হাপন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, মাগুরা জেলা সিভিল সার্জন মোঃ শামীম কবির, মাগুরা পৌরসভার প্রশাসক মোঃ আব্দুল কাদের,জেলা বিএনপির আহবায়ক মোঃ আলী আহম্মদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক এম বি বাকের সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান,জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধিগণ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সবশেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।