
মান্দা উপজেলা পরিষদের রানী নদী মিলনায়তনে আজ সোমবার (১৪ জুলাই) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা” অনুষ্ঠান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল আউয়াল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুজ্জামান এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান মাকে, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল বারি টিপু, থানা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিএনপি ও জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য একাধিক ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও গুণীদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশের দৃশ্য।










