চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪০ গ্রাম গাঁজাসহ তিন জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ১১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে পুলিশ।
অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পুলিশের একটি দল আলমডাঙ্গা থানার ২ নম্বর হারদী ইউনিয়নের লক্ষীপুর জামতলা এলাকার জনৈক মোঃ জুলমত হোসেন জুলু’র বসতবাড়ির উত্তর পাশের পাকা রাস্তার উপর থেকে তিন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ নুর ইসলাম (৪৫), পিতা- মোঃ মুক্তার মোল্লা, সাং- লক্ষীপুর জামতলা।
২। মোঃ টিটু খন্দকার (২৪), পিতা- মোঃ ময়না খন্দকার।
৩। মোঃ বাপ্পি খন্দকার (২১), পিতা- মোঃ মজনু খন্দকার।
পরবর্তীতে জানা যায়, টিটু ও বাপ্পি দুজনই ওসমানপুর হঠাৎপাড়া এলাকার বাসিন্দা।
তাদের কাছ থেকে উদ্ধারকৃত ১৪০ গ্রাম গাঁজা জব্দ করে আলামত তালিকা মূলে থানায় সংরক্ষণ করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (নম্বর-১৮, তারিখ-১২/০৭/২০২৫) রুজু করা হয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে এমন অভিযান অব্যাহত থাকবে।