নুরুল ইসলাম নূরচানসহ ১৫ গুণীজন পেলেন শিল্পকলা একাডেমি সম্মাননা
Spread the love

আবুনাঈম রিপন : নরসিংদীতে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি ২০১৩ সাল থেকে “জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা” কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় নরসিংদী জেলায় বিগত তিন বছরে (২০২২, ২০২৩ ও ২০২৪) শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পাঁচটি শাখায় মোট ১৫ জন গুণী শিল্পী ও সংস্কৃতি কর্মীকে “জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ” প্রদান করা হয়েছে। ১১ জুলাই সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।

২০২২ সালের সম্মাননা প্রাপ্ত গুণী শিল্পী ও সংস্কৃতি কর্মীরা হলেনঃ – কণ্ঠ সংগীতে দুলাল সাহা, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় সাংবাদিক এমদাদুল ইসলাম খোকন, লোক-সংস্কৃতিতে মো: ফজল মিয়া, যাত্রা শিল্পে মোঃ মোস্তফা ভূইয়া এবং নাট্যকলায় মোহাম্মদ আলী আকন্দ।

২০২৩ সালের সম্মাননা প্রাপ্ত গুণী শিল্পী ও সংস্কৃতি কর্মীরা হলেনঃ – কন্ঠ সংগীতে কাজল গোস্বামী, নাট্যকলায় ড. আনিসুর রহমান শিপলু, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় শিবপুরের কৃতি সন্তান সাংবাদিক, কবি ও সাহিত্যিক নুরুল ইসলাম নূরচান, যাত্রা শিল্পে মোঃ হাছান এবং লোক- সংস্কৃতিতে মোঃ ইসমাইল সরকার।

২০২৪ সালের সম্মাননা প্রাপ্ত গুণী শিল্পী ও সংস্কৃতি কর্মীরা হলেনঃ – কন্ঠ সংগীতে লিটন চন্দ্র শর্মা, চারুকলায় মোহাম্মদ মেহেদী হাসান, যাত্রাশিল্পে শিউলি বেগম, লোক-সংস্কৃতিতে ঝর্না রানী বর্মন এবং ফটোগ্রাফিতে সাংবাদিক মোহাম্মদ শরীফ ইকবাল রাসেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ১৫ জন গুণী শিল্পী ও সংস্কৃতি কর্মীকে সম্মাননা প্রদান করেন। সম্মাননা স্বরূপ প্রত্যেককে উত্তরীয় পরিদান,মেডেল, সনদপত্র, ক্র্যাস্ট ও প্রাইজ মানি (বিশ হাজার টাকা)প্রদান করা হয়।

সম্মাননা প্রদানপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন,শিল্পী-সংস্কৃতি কর্মীরা সবসময়ই সকলের। তাঁরা দেশের জন্য কাজ করে। শিল্পীদের নির্দিষ্ট কোনো ধর্ম বা আলাদা কোনো পরিচিতিকে গুরুত্ব না দিয়ে তাদের যে গুণ, তাদের যে অবদান, সেটাকে আমরা গুরুত্ব দিতে চাই। কোনো সাংস্কৃতিক আগ্রাসন যাতে আমাদেরকে ধ্বংস করে দিতে না পারে। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে। সেই সংস্কৃতির বিকাশ আমরা চাই। এই সংবর্ধনার মাধ্যমে নতুন শিল্পীরা চলে আসবে। তারা আগ্রহ বেধ করবে। সংস্কৃতির আলোয় আলোকিত সংস্কৃতিমনা ব্যক্তিত্বদের অপরিসীম অবদান ও সৃষ্টিকর্ম এই ঐতিহ্যের ধারক বাহক। সম্মাননা প্রাপ্ত গুণীজনদের সাফল্য কামনা করি এবং তাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নরসিংদী’র অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গুণী ব্যক্তিত্ব জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, গুণী ব্যক্তিত্ব শিবপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার (কালা মিয়া), গুণী ব্যক্তিত্ব নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও নরসিংদী জেলা কালচারাল অফিসার রুনা লায়লা।

সম্মাননা প্রদান শেষে শিল্পকলার শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে মিলনায়তন পরিপূর্ণ দর্শক শ্রোতাদের হৃদয়ে নিজেদের স্থান করে নেয়।

সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তিকার শিক্ষা পরিবারের চেয়ারম্যান নান্দনিক উপস্থাপক মোঃ মোতাহার হোসেন অনিক

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31