
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের রথখোলা পাড়ায় কাঁঠাল গাছ থেকে পড়ে রইচ উদ্দীন (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রইচ উদ্দীন ওই এলাকার মৃত জব্বার আলী শাহ’র ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রইচ উদ্দীন নিজ বাড়ির আঙিনায় একটি কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পাড়ছিলেন। এসময় হঠাৎ গাছের একটি ঢাল ভেঙে তিনি নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।










