
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের কুখ্যাত মানব পাচারকারী চক্রের অন্যতম মূলহোতা মোঃ জোবায়ের আহমেদ জিম (২৩) অবশেষে আইনের হাতে ধরা পড়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় ও এসআই বিকাশ চন্দ্র সরকার এর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে ঢাকার একটি স্থান হতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জোবায়ের আহমেদ জিম, পিতা- মোঃ শরিফুল ইসলাম ঠান্ডু, সাং- বেলগাছি, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা। সে দীর্ঘদিন ধরে মানব পাচারের সাথে জড়িত ছিল এবং চক্রের অন্যতম অপারেটিভ হিসেবে কাজ করছিল। জানা যায়, বিদেশে চাকরির প্রলোভনে ইতালিতে পাঠানোর কথা বলে একাধিক বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে আটক রেখে শারীরিক নির্যাতন চালিয়ে তাদের পরিবারের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করত। তার সাথে এ চক্রে জড়িত ছিল মোঃ সাগর আলী (৩৫), পিতা- রফিকুল ইসলাম জান্টু, একই গ্রামের বাসিন্দা। গ্রেফতার জোবায়ের আহমেদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দুইটি মামলা রয়েছে। আলমডাঙ্গা থানার ওসি মোঃ মাসুদুর রহমান পিপিএম জানান, “মানব পাচার একটি ভয়ংকর অপরাধ। এই চক্রের অন্যান্য সদস্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না।” জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, জোবায়ের আহমেদ জিমকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে। মানব পাচার চক্রের বিরুদ্ধে জেলা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।










