
মোঃ আবু সুফিয়ান মুক্তার : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নিয়ে এক তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজন ছিল কৃতী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, আগামী দিনে নৈতিক ও নেতৃত্বগুণে সমৃদ্ধ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি সময়োপযোগী পদক্ষেপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ জুয়েল হোসেন। সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা সেক্রেটারি মোঃ তারেক হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ। তিনি কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, তোমরা আমাদের ভবিষ্যৎ। শুধুমাত্র জিপিএ-৫ পাওয়াই শেষ নয়, বরং তোমাদেরকে হতে হবে আদর্শবান, নৈতিকতায় উজ্জ্বল, দেশ ও ইসলামপ্রেমিক নাগরিক।
প্রধান অতিথি আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে শক্তিশালী করতে হলে কেবল পাশ করলেই হবে না, চাই আলোকিত চরিত্র। ছাত্রশিবির সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, এ সাফল্য যেন শিক্ষার্থীদের জীবনে আরো বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে থাকে। তারা আগামী দিনে যেন দেশের নেতৃত্বে, সমাজ সংস্কারে ও আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে – সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা মেধাবী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রশিবিরের নেতা কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তারা এমন সময়োপযোগী আয়োজনের জন্য ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।










