
মোঃ আবু সুফিয়ান মুক্তার: পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ১৯ জুলাই ২০২৫, ঢাকায় জাতীয় সমাবেশ সফল ও বাস্তবায়নের লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি গতকাল মাগরিব নামাজের পর আওলাই ইউনিয়ন জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নূর হোসেন আকন্দ বাবুর
সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনিত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন —আসন্ন ১৯ জুলাই ঢাকার জাতীয় সমাবেশ শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়,এটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। জনগণের ৭ দফা জাতীয় দাবি এখন আর কোনো গোষ্ঠী বা দলের বিষয় নয়, এটি দেশের আপামর জনতার প্রাণের দাবিতে রূপ নিয়েছে। জাতীয় সমাবেশ এই মুহূর্তে দেশের সচেতন নাগরিকদের জন্য একটি পরীক্ষার ময়দান। এটা হবে দেশবাসীর ঐক্য, প্রত্যাশা ও ভবিষ্যৎ আন্দোলনের প্রতীক। আমি পাঁচবিবির প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিট, প্রতিটি দায়িত্বশীল ভাইকে অনুরোধ জানাই— আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এই ঐতিহাসিক সমাবেশে যোগ দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার।উপজেলা আমীর ডাঃ মোঃ সুজাউল করিম বলেন, এই আন্দোলন কেবল জামায়াতের নয়, এটি হচ্ছে সত্য, ন্যায় ও স্বাধীনতার পক্ষে জনগণের সংগ্রাম। ইনশাআল্লাহ, জয় আমাদেরই হবে। উপজেলা সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার বলেন,গঠনমূলক ও শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণই আমাদের সংগঠনের মূল শক্তি। আমাদের সাংগঠনিক টিমগুলোকে শক্তিশালী ও গতিশীল করতে হবে, যেন তারা এলাকার সর্বস্তরের জনগণকে এই ঐতিহাসিক আন্দোলনের সঙ্গী করতে পারে। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আবু রায়হান,ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম নান্নু ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।










