
জামাল উদ্দীন: কক্সবাজার রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোস্টে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক ইজিবাইক চালককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কক্সবাজার রিজিয়নের অধীনস্থ রামু ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিতভাবে সীমান্ত নিরাপত্তা ও মাদকদ্রব্য প্রতিরোধে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ রাত ৮টা ২০ মিনিটে মরিচ্যা চেকপোস্টে কোটবাজার থেকে কক্সবাজারগামী একটি ইজিবাইক তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশিকালে কক্সবাজার সদরের দক্ষিণ চৌফলদন্ডীর বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে চালক হাসেম উল্লাহ (৩২) প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরবর্তীতে ড্রাইভিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ










