
মোঃ আব্দুর রহমান হেলাল: ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের এক নেতার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে তাঁর মুক্তি ও ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার শ্রমিক আন্দোলনের সভাপতি মো. নুরুল ইসলাম পাঠওয়ারী।
তাঁর বক্তব্যে বলা হয়, মোঃ সিরাজুল ইসলাম, যিনি পেশায় একজন অটোরিকশা চালক এবং ইসলামী শ্রমিক আন্দোলনের সক্রিয় কর্মী, তিনি ভেদুরিয়া লঞ্চঘাটে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেন। এ কারণে তিনি একাধিকবার কোস্টগার্ড ও প্রশাসনের কাছে সহযোগিতা করেন এবং চাঁদাবাজদের বিরুদ্ধে মামলার বাদী হন।
তাদের দাবি, “৫ আগস্টের পর থেকে একটি প্রভাবশালী মহল ঘাট এলাকায় চাঁদাবাজি করে আসছে। সিরাজুল ইসলাম চাঁদাবাজির প্রতিবাদ করায় তাকে ঘরে আটকে রেখে মারধর করা হয়। পরে, ষড়যন্ত্র করে তাকে শ্রমিক লীগের নামে ট্যাগ লাগিয়ে আটক করা হয়েছে।” সংগঠনের নেতারা বলেন, ৮ জুলাই দিবাগত রাতে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ভেলুমিয়া তদন্ত কেন্দ্রের এসআই কিবরিয়ার নেতৃত্বে পুলিশ সিরাজুল ইসলামকে তার বাড়ি থেকে জোরপূর্বক আটক করে নিয়ে যায়। তাঁকে শ্রমিক লীগের সাথে সম্পৃক্ত দেখিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করা হয়।তারা বলেন, “তার বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই এবং ভোলা সদর থানার ওসি মো. হাসনাইন পারভেজের অপসারণ দাবি করছি। অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।”অন্যদিকে, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ সাংবাদিকদের জানান— “মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে একজন অটোরিকশা চালককে মারধর করে পুকুরে ফেলে রাখার অভিযোগে মামলা রয়েছে। এটি শুধুমাত্র আইনগত প্রক্রিয়ার অংশ। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। বরং তাঁর বিরুদ্ধে অতীতেও চাঁদাবাজির অভিযোগ ছিল।”সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—মাওলানা আতাউর রহমান মোমতাজী(সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর শাখা)মাওলানা তরিকুল ইসলাম (সেক্রেটারি, ইসলামি আন্দোলন ভোলা জেলা উত্তর শাখা) মাওলানা শরিফ বিন রফিক (সেক্রেটারি, ভোলা সদর থানা) মাওলানা মাহামুদুল হাসান (সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন ভোলা উত্তর শাখা)










