
আলমডাঙ্গা পৌরবাসীর বহুদিনের প্রাণের দাবি—পৌর এলাকায় সরকারি হাসপাতাল স্থাপন—অবশেষে আলোর মুখ দেখতে চলেছে। এই দাবিকে কেন্দ্র করে সম্প্রতি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম মহোদয়ার সঙ্গে এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জানানো হয়, বর্তমানে নতুন করে জেনারেল হাসপাতাল স্থাপন সম্ভব না হলেও, বিকল্প ও বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে আধুনিকায়নের মাধ্যমে একটি “জরুরি চিকিৎসা কেন্দ্র” চালু করার উদ্যোগ নেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পৌরবাসীর জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা যাচ্ছে।স্বাস্থ্য উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, পরবর্তীতে বিশেষ বিবেচনায় ধাপে ধাপে সরকারি হাসপাতাল স্থাপনের দিকেও অগ্রসর হওয়া হবে। তবে এই কার্যক্রম বাস্তবায়নে সময় লাগবে এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই কাজ এগিয়ে নেওয়া হবে।এই অগ্রগতি বাস্তবায়নে এ বি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সক্রিয় ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে ফোনালাপ করেন এবং মন্ত্রণালয়কে বিষয়টি নিয়ে চিঠিপত্র প্রদান করতে উৎসাহিত করেন। ফলস্বরূপ, সংশ্লিষ্ট প্রতিনিধিদল স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ পান।আন্দোলনকারীরা জানান, এটি কোনো একক ব্যক্তির সাফল্য নয়, বরং এটি আলমডাঙ্গা পৌর এলাকার প্রতিটি নাগরিকের অধিকার আদায়ের দীর্ঘদিনের সংগ্রামেরই একটি গুরুত্বপূর্ণ ফলাফল।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিনিধিরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “আমরা যেন এই উদ্যোগকে বাস্তবায়নের মাধ্যমে আলমডাঙ্গাবাসীর স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।”










