মোঃ আব্দুর রহমান, হেলাল ভোলা জেলা প্রতিনিধি: ১০ জুলাই ২০২৫-ভোলার বোরহানউদ্দিন উপজেলার মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান তা'মীরুল উম্মাহ মাদ্রাসা ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করে শিক্ষাক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।এ বছর এই প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় মোট ৩৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ২৫ জন পেয়েছে সর্বোচ্চ জিপিএ-৫.০০, আর বাকি ১০ জন অর্জন করেছে A গ্রেড।বিজ্ঞান বিভাগে ২১ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ জন এবং সাধারণ বিভাগে ১৪ জনের মধ্যে ৬ জন জিপিএ-৫ পায় — যা জেলার অন্যান্য মাদ্রাসার তুলনায় ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয়।এ ফলাফলের পর মাদ্রাসাটিকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে গর্ব ও আশাবাদের আবহ বিরাজ করছে। শিক্ষক, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও সমাজসেবকরা মাদ্রাসার এ অভাবনীয় সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও উন্নতির প্রত্যাশা করেছেন।মাদ্রাসার অধ্যক্ষ বলেন: “এই ফল আমাদের কঠোর পরিশ্রম, নিয়মিত পাঠদান ও ছাত্র-অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফসল। আমরা শুধু পরীক্ষা নয়, নৈতিক ও ধর্মীয় শিক্ষার দিকেও সমান মনোযোগী।”অভিভাবকদের মতে, এ প্রতিষ্ঠান এখন শুধু ভোলার নয়, বরং উপকূলীয় অঞ্চলের অন্যতম সফল ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে।স্থানীয় এক সাংবাদিক বলেন, “তা'মীরুল উম্মাহ মাদ্রাসা ভোলার শিক্ষাব্যবস্থায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে তারা শিগগিরই জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করবে।”