আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি ইকোপার্কের গাছে ঝুলন্ত অবস্থায় মোঃ মোস্তফা কামাল (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৯ জুলাই ২০২৫) দুপুরে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় ইকোপার্ক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোস্তফা কামাল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি ভালুকার কাচিনা ইউনিয়নের পাঁলগাঁও এলাকার আব্দুল খালেকের মেয়ের জামাতা এবং শ্বশুরবাড়িতে বসবাস করতেন। স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, কাদিগড় ইকোপার্কের এক কোণায় একটি কাঁঠাল গাছে একজন ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারা ভালুকা মডেল থানায় খবর দেন।
খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।