মো. আব্দুর রহমান (হেলাল), ভোলা জেলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজিজুল (পিতা: সুলতান আহমদ) এক সময় পৌর এলাকায় পরিচিত ছিলেন একজন ভিক্ষুক হিসেবে। তবে সেই পরিচয়ের অবসান ঘটিয়ে এখন তিনি জীবনযুদ্ধে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন।
পৌরসভার ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় আজিজুলকে দায়িত্ব দেওয়া হয়েছে পৌর মাছ বাজারে নবনির্মিত ওয়াশজোন ও ব্রেস্ট ফিডিং কর্নারের রক্ষণাবেক্ষণের। এ দায়িত্বের মধ্য দিয়ে তাকে স্বাবলম্বী হওয়ার একটি সুযোগ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন,
“আজিজুল সাহেব এখন কর্ম করে জীবিকা নির্বাহ করতে চান। আমরা পৌরবাসীর প্রতি অনুরোধ জানাই, কেউ যেন তাকে ভিক্ষা না দেন। বরং তার নতুন দায়িত্ব পালনে উৎসাহ ও সহযোগিতা করুন।”
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এমন কর্মসূচি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে।