
স্থানীয় কৃষকদের অভিযোগ, এমন অনেক জমিও পানিতে ডুবে গেছে, যেগুলো সাধারণত ৩-৪ হাত উঁচু এবং সেখানেও হাঁটু পর্যন্ত পানি জমে আছে। এতে তাঁদের জীবিকা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।
এই দুর্যোগের খবর পেয়ে কোমর পানিতে হেঁটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জামায়াত মনোনীত কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুফতি নুরুল কারীম। তিনি জানান: “জাকির (বছর আলী বাড়ি), রতন ও রফিক (কারী বাড়ি)-সহ বিভিন্ন এলাকার বাস্তব অবস্থা নিজের চোখে দেখেছি। এমনকি নিজের হাতে ডুবে যাওয়া কলাগাছগুলোও দাঁড় করানোর চেষ্টা করেছি।”
তিনি উপজেলা প্রশাসনের প্রতি ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের আহ্বান জানান, “এটা শুধু ফসলের ক্ষতি নয়, এটি অসংখ্য পরিবারে জীবন ও জীবিকার ওপর এক বড় ধাক্কা,”—বলেন মুফতি নুরুল কারীম।
তিনি আরও বলেন,
“কৃষকের দুঃসময়ে পাশে থাকাই একজন জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও যেন এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, সেজন্য আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।