মুজিবনগর থেকেই যেমন স্বাধীনতার ঘোষণা, এবার গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র: মেহেরপুরে এনসিপির পদযাত্রা ও পথসভায় নাহিদ ইসলাম
মেহেরপুর, ৮ জুলাই:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, “১৯৭২ সালের সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করা হয়েছিল। ৫৪ বছরেও স্বাধীনতার চেতনা পূর্ণ বাস্তবায়ন হয়নি। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থান আমাদের সামনে সেই স্বপ্ন বাস্তবায়নের নতুন সুযোগ এনে দিয়েছে। নতুন বাংলাদেশ গড়ার কাজ চলছে, এবং মেহেরপুরের মুজিবনগর থেকেই আমরা গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করব।”
গতকাল মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় মেহেরপুর শহরের কলেজ মোড়ে এনসিপির ‘ঐতিহাসিক জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “১৯৭১ সালে মুজিবনগর থেকেই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, আজ আবার এই জনপদ থেকেই আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন ঘোষণা করবো। মুজিববাদী সংবিধানের মাধ্যমে স্বাধীনতার আকাঙ্ক্ষা ধ্বংস করা হয়েছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আজও জনগণের পক্ষে কাজ করে না। আমরা চাই একটি নতুন শাসনব্যবস্থা, যেখানে জনগণই হবে ক্ষমতার উৎস।”
এর আগে বিকেলে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় পথসভা করেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে তারা মেহেরপুর জেলায় অবস্থান করছেন।
সংস্কার ছাড়া নির্বাচন নয়: হাসনাত আবদুল্লাহ
এনসিপির ঢাকা দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, “শেখ হাসিনার বিচার ও সংস্কার ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। যারা নির্বাচন পেছাতে চায়, তারা বিচার ও সংস্কারও চায় না। অথচ দ্রুততম সময়ের মধ্যে বিচার ও সংস্কার নিশ্চিত করাই এখন সময়ের দাবি।”
তিনি বলেন, “হাইব্রিড নেতারা নিজেদের সন্তানদের ভবিষ্যৎ বিদেশে গড়ে তোলে, আর অন্যের ছেলেদের দিয়ে রাজনীতি করিয়ে দেয়। এনসিপি কখনো যদি জনগণের বিপক্ষে যায়, তবে জনগণ যেন তাদের ধাক্কা দিতে একবারও না ভাবে। এই আন্দোলন নতুন নেতৃত্বের জন্ম দিচ্ছে, যারা জনগণের প্রতিনিধি হয়ে বাংলাদেশকে এগিয়ে নেবে।”
নেতা নয়, জনপ্রিয় জনসেবক দরকার
তিনি আরও বলেন, “নির্বাচনের সময় টাকা নিয়ে যেসব নেতা জনগণকে কিনে নেয়, তারা পরে পাঁচ বছর জনগণকে দাস বানিয়ে রাখে। আমাদের উচিত এমন নেতৃত্ব বর্জন করা। আমরা যেন কোন মার্কা বা ব্যক্তির কাছে নিজের বিবেক বন্ধক না রাখি। রাজনীতি হবে জনগণের টাকায়, জনগণের জন্য। আমাদের রাজনীতি ব্যবসায়ীদের কাছে বর্গা দেওয়া নয়।”
উপস্থিত ছিলেন একঝাঁক তরুণ নেতৃত্ব
এই পদযাত্রায় অংশ নেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমদ, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সেহেল রানা, সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী এবং যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রাটি মেহেরপুর শহরের কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভায় পরিণত হয়।
এনসিপির ‘জুলাই পদযাত্রা’র ধারাবাহিকতায় আজ বুধবার (৯ জুলাই) সকাল ৯টায় আলমডাঙ্গা হাটবোয়ালিয়া বাজারে পথসভা করবেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। এরপর সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে এনসিপি নেতারা আলমডাঙ্গা
অভিমুখে যাত্রা করবেন।