আগামীকাল ৯ জুলাই (বুধবার) ঐতিহাসিক জুলাই আন্দোলনের প্রধান নেতৃত্ব নাহিদ ইসলামসহ আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও ডা. তাসনিম জারা একযোগে উপস্থিত হচ্ছেন আলমডাঙ্গা শহরে।
তাদের সঙ্গে থাকবেন এলাকার কৃতি সন্তান মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।
সকাল সাড়ে ৯টায় শহরের আল তায়েবা মোড়ে এক পথসভায় অংশ নেবেন তাঁরা।
এদিন সকাল থেকে শহরের আলিফ উদ্দিন মোড়ে তারা উপস্থিত থাকবেন এবং পানকেন্দ্র এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন।
পথসভা উপলক্ষে ছাত্র-জনতা ও সাধারণ মানুষের মাঝে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। রাজনৈতিক আনুগত্য নয়, বরং জুলাই বিপ্লবের নেতৃত্ব ও সাহসিকতার প্রতি কৃতজ্ঞতা জানাতেই সাধারণ মানুষ উপস্থিত হবেন বলে মনে করছেন আয়োজকরা।
এ ঘটনাকে কেন্দ্র করে শহরে বাড়তি উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।