প্রতিনিধি: সাগর কুমার সিং: নিশীকান্ত মালী সভাপতি, সুব্রত দাস সাধারণ সম্পাদক ও দিলিপ বাঁশফোর সাংগঠনিক সম্পাদক করে বগুড়া'র শেরপুর উপজেলার ‘দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায়’ ৮দফা দাবীতে ‘২য় সম্মেলন ও কাউন্সিল- ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ জুলাই ২০২৫ (সোমবার) বিকেল ৪টায় শেরপুর পৌরসভার দক্ষিণ সাহাপাড়া এলাকায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), কেন্দ্রীয় কমিটি’র সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস। সম্মেলন উদ্বোধন করেন শেরপুরের বিশিষ্ট সমাজসেবক সিদ্ধার্থ সংকর সাহা বাবুন। সংগঠনের উপজেলা শাখার সহ সভাপতি দিলিপ বাঁশফোর এর সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিডিইআরএম-বগুড়া জেলা শাখার সহ সাধারণ সম্পাদক সুজন কুমার রাজভর
বিডিইআরএম-শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুব্রত দাস এর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন বিডিইআরএম, শেরপুর পৌর শাখার সাধারণ সম্পাদক নিশীকান্ত মালী, সহ সাধারণ সম্পাদক রিপন দাস, কুসুম্বী ইউনিয়ন শাখার সভাপতি দিলিপ রবিদাস, বিশালপুর ইউনিয়ন শাখার সভাপতি ইন্দ্রজিৎ রায়, কুসুম্বী ইউনিয়ন শাখার সহ সভাপতি সুজন রবিদাস, বিশালপুর ইউনিয়ন শাখার সহ সভাপতি দিনয় রবিদাস, কুসুম্বী ইউনিয়ন শাখার সহ সাধারণ সম্পাদক সুজন সরকার, শেরপুর উপজেলা শাখার নারী বিষয়ক সম্পাদক মিনতি বাঁশফোর, শেরপুর পৌর শাখার নারী বিষয়ক সম্পাদক হাঁসি মজুমদার, কুসুম্বী ইউনিয়ন শাখার নারী বিষয়ক সম্পাদক অনিতা রানী, শেরপুর উপজেলা শাখার অন্যতম সদস্য নিরঞ্জন চন্দ্র দাস ও সুবদন কুমার, অদম্য যুব ফোরাম-শেরপুর উপজেলা শাখার সংগঠক শান্ত কুমার প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বিডিইআরএম-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস বলেন, “দেশের অত্যন্ত অনগ্রসর (দলিত, আদিবাসী, হরিজন, চা শ্রমিক, বেদে, তৃতীয় লিঙ্গ) জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও বেশি আন্তরিক হতে হবে। আমরা মনে করি ১ কোটির বেশি দেশের এ অনগ্রসর জনগণকে পেছনে ফেলে বাংলাদে এগুতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা সময়ের দাবী এবং সেই দাবী যথাযথভাবে পুরন হবে বলে আমরা বিশাস করি।”
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বগুড়ার শেরপুর উপজেলার ‘দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায়’ ৮দফা দাবী পুরনের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সু-দৃষ্টি কামনা করেন। আগামীতে শেরপুর উপজেলার দলিত ও বঞ্চিত তথা অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে পর্যাপ্ত ভাতা, শিক্ষাবৃত্তি, অনুদান ও প্রণোদনা প্রদানেরও দাবী করেন উপস্থিত নেতৃবৃন্দ